Tangail Shareez

বাংগালী নারীর সৌন্দর্য এবং আভিজাত পরিধেয় বস্ত্র শাড়ী। শাড়ীতে বাংলার গৃহবধুরা যতটা মানানসই অন্য কোন বস্ত্রে ততটা মানানসই নয়। আজকাল অনেকেই থ্রীপিচ বা সালোয়ার ক্যামিজ ব্যবহার করেন। হয়তোবা তাতে তিনি সাচ্ছন্দবোধ করেন সত্য কিন্তু একজন গৃহবধু হিসাবে তার অভিব্যাক্তির অনেকখানিই কম থাকে। মনে হয় কি যেন নেই তার মধ্যে।

এবার আসি টাংগাইলের ঐতিহ্য তাঁত শাড়ী প্রস্তুত কারীদের কথায়। পাড়ায় পাড়ায় তাঁতিদের বাড়ীতে বিভিন্ন তাঁতে তাদের প্রতিদিনের কার্যতালিকা শাড়ী বুনন। একজন তাঁতি তার মনের রংয়ে রাঙিয়ে অনেক পরিশ্রমের বিনিময়ে তৈরি করেন শাড়ী।

সেখানে যেমন রয়েছে সুতির তাঁতের শাড়ী, তেমনই রয়েছে সিল্ক, কাতান, হাফসিল্ক, জামদানী সহ হরেক রকমের শাড়ী তৈরির কারখানা। যে কারখানাগুলোতে উৎপাদিত শাড়ীর মজুরীতেই চলে তাঁতিদের জীবন ও জীবিকা। (কমপ্লিট নয়)

+8809638857947