জনগণের দোরগোড়ায় ই-কমার্স সেবা পৌছানোর লক্ষে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পৌর ডিজিটাল সেন্টার, নগর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগন রেজিষ্ট্রেশন পূর্বক আমাদের ব্যবসাতে অংগ্রহন করে আয় করতে পারেন। উদ্যোক্তাদের সহয়তা পেলে “অল মার্কেট বিডি” হবে দেশের সেরা মার্কেট প্লেস। আমি প্রশান্ত কুমার মন্ডল, উদ্যোক্তা ৪ নং বড়বিহানালী ইউডিসি, ওনার “http://13.251.115.118 আমার সকল উদ্যোক্তা ভাই বোনদের জন্য অল মার্কেট বিডির পন্য সেল/বিক্রয় করবার জন্য সেল কমিশন ঘোষনা করছি। আমার ঘোষনা মোতাবেক বাংলাদেশের যে কোন প্রান্তের উদ্যোক্তা রেজিষ্ট্রেশন ফরম পুরন করে নিম্নোক্ত শর্তস্বাপেক্ষে সেল কার্যক্রম পরিচালনা করতে পারবে। সেল কার্যক্রম পরিচালনা করবার জন্য ওয়েবসাইট কর্তৃপক্ষকে কোন প্রকার অর্থ প্রদান করতে হবেনা।
শর্তসমুহঃ
১। রেজিষ্ট্রেশন ফরম পুরন করতে হবে।
২। নিজ এলাকাতে প্রচারের জন্য অল মার্কেট বিডির লগো, ওয়েব ঠিকানা, ফেসবুক ঠিকানা, এ্যাপস ঠিকানা সহ ব্যানার ফেসটুনের মাধ্যমে নিজ খরচে প্রচার করতে হবে।
৩। তথ্যসেবাকেন্দ্রে ব্যবহৃত ইমেইল ঠিকানা ব্যবহার করে যে কোন পন্য অর্ডার করুন।
৪। সকল ডেলিভেরী পরিচালিত হয় কুরিয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে। পোস্টাল কুরিয়ার চালু হলে এই সুবিধা সকলেই পাবে।
৫। এলাকার মানুষকে আস্বস্ত করুন অনলাইন কেনাকাটায় প্রতারনা কোন স্থান নেই।
৬। শুধু মাত্র কম্পিউটার, মোবাইল, ক্যামেরা এই জাতীয় পণ্যের ক্ষেত্রে ঘোষিত কমিশন ব্যবহার যোগ্য নয়। কেননা এই সমস্ত পন্যে লভ্যাংশ অতি কম। তার পরেও পন্য প্রতি ভাল একটা বরাদ্দ দেয়া হবে।
৭। ৬ নং তে বর্ণিত পন্য ছাড়া সকল পন্যে সেলারদের ৫% কমিশন দেয়া হবে।
৮। শুধুমাত্র প্রচারের মাধ্যমে ৫% কমিশন যথেষ্ট ভাল বলে মনে করি।
৯। আপনার এলাকায় শুধু ৫০০ জন সচেতন মানুষের কাছে অনলাইন কেনকাটার সংবাদ পৌছানো।
১০। যারা এ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে তাদেরকে আমাদের এ্যাপস প্রদান করুন।
১১। আপনার প্রচারের নমুনা ছবি ইমেইল করুন- [email protected]
১২। আরও জিজ্ঞাসার জন্যঃ 01788 11 86 86
এখানে রেজিষ্ট্রেশন করুন